জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি: মির্জা ফখরুল


জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি: মির্জা ফখরুল

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গত এক দশকে জামায়াত কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, দীর্ঘসময় ধরে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত থাকায় রাজনৈতিক পরিসর সংকুচিত হয়েছে, আর সেই সুযোগেও জামায়াত নিজের অবস্থান স্পষ্টভাবে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।

এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকলে সবার অধিকার নিশ্চিত করা যায়। ছাত্র-জনতা যে পরিবর্তনের পথ তৈরি করেছে, সেই সুযোগ কাজে লাগাতে চান তারা।’

তিনি আরও বলেন, ১৫ থেকে ১৬ বছর ধরে দেশে ‘ভয়াবহ দানবীয় সরকার’ ক্ষমতায় ছিল, যা নিজের লোক বসাতে গিয়ে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানকে বিপর্যস্ত করে দিয়েছে। বক্তব্যে তিনি দাবি করেন, শহীদ জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়ে এসেছে।

দেশে নৈতিক অবক্ষয়ের প্রশ্ন তুলেও তিনি বলেন, ‘আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা, মসজিদ, এত ইমাম, উলামা, বিদ্বান পণ্ডিতরা থাকা সত্ত্বেও দেশে এত অন্যায় কেন? এত পাপ কেন? কেন মানুষ এত চুরি করে? এত দুর্নীতি করে? আমি বুঝতে পারি না। একটি মসজিদ তৈরির ব্যাপারে আমাদের মানুষের যে আগ্রহ- সেই আগ্রহ কোথায় যায় যখন একটি ভালো মানুষ তৈরির কথা আসে?’

জামায়াতের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি। ফখরুল বলেন, গত দশ বছরে দলটি ফ্যাসিবাদবিরোধী কোনো বাস্তব উদ্যোগ নেয়নি, অথচ এখন পিআর প্রচারণার কথা বলে নরম সুরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তার ভাষায়, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা আদায়ের প্রচেষ্টা ইসলাম সমর্থন করে না।

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হকের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×