তারেক রহমানই প্রধানমন্ত্রী হয়ে দেশের নেতৃত্ব দেবেন: এ্যানি


তারেক রহমানই প্রধানমন্ত্রী হয়ে দেশের নেতৃত্ব দেবেন: এ্যানি

তারেক রহমানই আগামীতে দেশের নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানই প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করবেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা দল আয়োজিত উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। চৌপল্লী কেজি হাইস্কুল মাঠে আয়োজিত এ বৈঠকে এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে বক্তব্য দেন।

তিনি বলেন, দেশে শিগগিরই স্বাভাবিক, সুন্দর ও নিয়মতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে সব রাজনৈতিক দল অংশ নেবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের কথা তুলে এ্যানি বলেন, তিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং মানুষের আস্থা অর্জন করেছিলেন। সেই ধারায় বিএনপি এখনো গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, তারেক রহমান দেশের বাইরে থাকলেও রাজনৈতিকভাবে সক্রিয় আছেন।

সরকারবিরোধী আন্দোলনের প্রসঙ্গে এ্যানি বলেন, “বিএনপি কখনও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। নানা বাধা-নিষেধ থাকা সত্ত্বেও আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছি।”

আসন্ন নির্বাচনে নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচনী পরিবেশ তৈরি হলেও নির্বাচিত সরকার না আসা পর্যন্ত নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।”

অনুষ্ঠানে জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারা, সাধারণ সম্পাদক সুমি বেগমসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×