আমাকে ৩টি মৃত্যুদণ্ডের রায় দিয়েও হাসিনার শখ মেটেনি: বাবর


আমাকে ৩টি মৃত্যুদণ্ডের রায় দিয়েও হাসিনার শখ মেটেনি: বাবর

নির্বাচনী প্রচারনায় নিজ এলাকায় ভোটারদের সামনে এক বক্তব্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, "আমার বিরুদ্ধে তিনটি মৃত্যুদণ্ড এবং তিনটি যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েও শেখ হাসিনার শখ পূরণ হয়নি।" আরও বহু মামলায় তাঁকে নির্যাতনের শিকার হতে হয়েছে উল্লেখ করে বলেন, “আর এক বছর গেলে হয়তো ফাঁসিতে ঝুলাত।”

শনিবার (২২ নভেম্বর) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রচারনা চলাকালে পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পথসভায় এসব মন্তব্য করেন তিনি।

বাবর আরও বলেন, "শেখ হাসিনা যে সব নির্দেশনা চেয়েছিলেন, আমি তা মানিনি। বিভিন্ন সময় মন্ত্রী ও অনেকেই আমার কাছে যেত, কিন্তু আমি তাদের কথায় সাড়া দিইনি। কথায় আছে ‘রাখে আল্লাহ মারে কে’। এখন আল্লাহর রহমতে সবার দোয়া ও ভালোবাসায় আপনাদের কাছে ফিরে এসেছি।”

নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, তিনি এসেছেন “প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের আদর্শ” ধারণ করে। তাঁর লক্ষ্য হলো পুরো নির্বাচনী এলাকাকে বেকারমুক্ত করা এবং তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানে যুক্ত করা।

সমাজ সংস্কারের বেপারেও কঠোর অবস্থান জানান বাবর। তিনি বলেন, "সমাজ সুস্থ রাখতে হলে মাদক ও জুয়া নির্মূলের বিকল্প নেই।" তাঁর নির্বাচনী এলাকায় কোনো মাদকাসক্ত বা মাদক ব্যবসায়ী দেখা গেলে তাদের পুলিশে সোপর্দ করার আহ্বান জানান। এমনকি কেউ তদবির করতে এলে তাকেও আটক করার নির্দেশ দিয়ে বলেন, “কোনো ছাড় দেওয়া হবে না।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×