যুদ্ধবিরতির পর ৪৪ দিনে গাজায় অন্তত ৫০০ বার হামলা চালিয়েছে ইসরায়েল


যুদ্ধবিরতির পর ৪৪ দিনে গাজায় অন্তত ৫০০ বার হামলা চালিয়েছে ইসরায়েল

গাজার ভূমিতে যুদ্ধবিরতির ঘোষণার পর মাত্র ৪৪ দিনে ইসরায়েল কমপক্ষে ৪৯৭বার বিমান হামলা চালিয়েছে, যার ফলে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)-এর হামলায় এ পর্যন্ত ৩৪২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে শিশু, নারী ও বৃদ্ধদের সংখ্যা উল্লেখযোগ্য।

গাজার সরকারী মিডিয়া অফিস শনিবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, 'আমরা ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক ও গুরত্বপূর্ণ লঙ্ঘনের সর্বোচ্চ নিন্দা জানাই।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, 'এই লঙ্ঘনগুলো আন্তর্জাতিক মানবিক আইন এবং চুক্তির মানবিক প্রোটোকলের স্পষ্ট লঙ্ঘন।'

শনিবার (২২ নভেম্বর) ইসরায়েলি বাহিনী গাজা জুড়ে বিমান হামলা চালিয়ে অন্তত ২৪ ফিলিস্তিনিয়ানকে হত্যা করেছে, তাদের মধ্যে শিশুও রয়েছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর জানিয়েছে, হামলাটি হামাসের একজন যোদ্ধার ওপর ইসরায়েলি সেনাদের ওপর আক্রমণের প্রতিক্রিয়ায় পরিচালিত হয়েছে।

এদিকে, হামাস একই দিন ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনা এবং মধ্যস্থতাকারী দেশগুলো; যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারকে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। হামাসের বক্তব্য, ইসরায়েল ‘কৃত্রিম প্রেক্ষাপট তৈরি করে’ অস্ত্রবিরতি লঙ্ঘন করছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×