যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় গাজায় মৃত্যু ৩১৮


যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় গাজায় মৃত্যু ৩১৮

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরায়েলি আগ্রাসন থামেনি। যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৮। গত ৪৮ ঘণ্টাতেই বিভিন্ন হাসপাতাল সাতজনের মরদেহ গ্রহণ করেছে।

শনিবার (২২ নভেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত দুই দিনে আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর ফলে যুদ্ধবিরতি শুরুর পর মোট আহতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮৮।

মন্ত্রণালয় জানায়, এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন। নিরাপত্তাজনিত কারণে কিংবা তীব্র অবরোধের কারণে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স সদস্যরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গাজা জুড়ে ইসরায়েলি হামলার শুরু থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে। একই সময়ে আহত হয়েছেন এক লাখ ৭২ হাজারেরও বেশি মানুষ।

চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল ২৭ মে গাজায় আলাদা করে খাদ্য সহায়তা বিতরণের উদ্যোগ নেয়। এই পদক্ষেপের পর অঞ্চলজুড়ে দুর্ভিক্ষ আরও তীব্র হয়। খাদ্য বিতরণ কেন্দ্রের সামনে জড়ো হওয়া বহু ফিলিস্তিনিকে ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করে। এতে শত শত মানুষ নিহত হন এবং অনাহারে শিশুসহ আরও অনেকের মৃত্যু ঘটে।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি উপত্যকায় গণহত্যার অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে বিচারের মুখোমুখি হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×