রাজধানীতে যুবক গুলিবিদ্ধ


রাজধানীতে যুবক গুলিবিদ্ধ

রাজধানীর জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে শাহিন (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। 

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে জুরাইনের চেয়ারম্যান বাড়ির ডলফিন স্কুলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

শাহিনকে হাসপাতালে পৌঁছে দেওয়া পথচারী রাহাতুল ইসলাম হিরা ও মো. খোরশেদ আলম জানান, তারা রাস্তায় পড়ে থাকা এক যুবককে দেখতে পান, যার মাথা থেকে প্রচুর রক্ত ঝরছিল। পরে আশপাশের কয়েকজনকে নিয়ে অটোরিকশায় করে তাকে ঢামেকে নিয়ে আসেন।

তাদের ভাষ্য, ঘটনাস্থলে থাকা লোকজন জানিয়েছে, অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত ওই যুবককে গুলি করে। তবে এর বাইরে তারা কিছু জানেন না।

খবর পেয়ে সন্ধ্যায় ঢামেকে পৌঁছান কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈম আহমেদ। তিনি বলেন, ডিউটির সময় গুলির খবর পান এবং জানতে পারেন একজনকে হাসপাতালে আনা হয়েছে। ঘটনার আকস্মিকতায় এখনো ঘটনাস্থলে যাওয়া হয়নি।

এসআই নাঈমের প্রাথমিক ধারণা, “মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির সময় ওই যুবক গুলিবিদ্ধ হতে পারে।” তিনি আরও জানান, শাহিন ছাড়া তার বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×