বিক্রি হয়ে গেল প্রভাবশালী দৈনিক দ্যা টেলিগ্রাফ


বিক্রি হয়ে গেল প্রভাবশালী দৈনিক দ্যা টেলিগ্রাফ

ব্রিটেনের মিডিয়া অঙ্গনে বড় পরিবর্তন আনতে যাচ্ছে ডেইলি মেইলের মালিক প্রতিষ্ঠান জেনারেল ট্রাস্ট পিএলসি (ডিএমজিটি)। দেশটির আরেক প্রভাবশালী ডানপন্থী সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ অধিগ্রহণের জন্য তারা প্রায় ৫০ কোটি পাউন্ডে (৬৫০ মিলিয়ন ডলার) চুক্তিতে পৌঁছেছে বলে জানানো হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আলোচিত এই চুক্তি এমন সময় এলো যখন মাত্র এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স টেলিগ্রাফ কেনার প্রক্রিয়া থেকে নিজেদের সরিয়ে নেয়।

রেডবার্ডের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে জানায়, টেলিগ্রাফের নিউজরুমে জ্যেষ্ঠ পর্যায়ের অভ্যন্তরীণ বিরোধই তাদের নিলাম থেকে সরে দাঁড়ানোর মূল কারণ।

আলোচনায় যুক্ত ব্যক্তিরা বলেন, পত্রিকাটির বিক্রিমূল্য প্রায় ৫০ কোটি পাউন্ড নির্ধারণ করা হয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী, রেডবার্ড নেতৃত্বাধীন কনসোর্টিয়াম যে অর্থ ব্যয় করেছিল, সেটিই পরিশোধ করতে এ মূল্য ঠিক করা হয়েছে।

লেনদেনে যুক্ত পক্ষগুলো এখন একচেটিয়া আলোচনার পর্যায়ে রয়েছে, যেখানে চুক্তির শর্ত চূড়ান্ত করা এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের কাজ চলছে। খুব শিগগিরই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

রয়টার্স মন্তব্যের জন্য টেলিগ্রাফের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ডিএমজিটি ও রেডবার্ড আইএমআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তারা চুক্তিতে উপনীত হয়েছেন এবং এটি শিগগিরই পররাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×