চট্টগ্রামে ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু


চট্টগ্রামে ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা নাহিদা আক্তার (২৭) মারা গেছেন। শনিবার (২২ নভেম্বর) সকালে নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়, জানানো হয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে।

মৃত নারীর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নাহিদা গত বৃহস্পতিবার ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে ডেঙ্গুর পাশাপাশি তার যকৃতেও জটিলতা ছিল।

চট্টগ্রামে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এটি ২৪তম মৃত্যু।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩০৮ জনে। উল্লেখ্য, গত বছর এই সংখ্যাটি ছিল ৪ হাজার ৩২৩।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×