চাঁদা না পেয়ে ব্যবসায়ীর স্ত্রীসহ তিন নারীকে জখম, গ্রেফতার ২


চাঁদা না পেয়ে ব্যবসায়ীর স্ত্রীসহ তিন নারীকে জখম, গ্রেফতার ২

বরিশালের গৌরনদীতে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে, না পেয়ে ব্যবসায়ীর স্ত্রীসহ তিন নারীকে পিটিয়ে জখম করার অভিযোগে পৌর ছাত্রদলের চার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় দুই জনকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে গ্রেফতারের পর বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সোপর্দ করলে আদালত দু’জনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- পৌরসভার লাখেরাজ কসবা এলাকার মিজান আকনের ছেলে ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী আকন (৩৫) এবং টরকীরচরের ইউসুফ আলী হাওলাদারের ছেলে ছাত্রদলকর্মী শওকত হাওলাদার (৩৮)।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে টরকীরচর এলাকার ব্যবসায়ী আজিজুল হক হাওলাদারের স্ত্রী ছালমা আক্তার বাদী হয়ে গৌরনদী থানায় মামলা করেন। সেখানে চার জনের নাম উল্লেখ করে আরও ১০-১৫ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়।

এজাহারে বলা হয়েছে, ঢাকায় ব্যবসা করেন আজিজুল হক। নির্মাণাধীন ভবনের কাজ দেখতে সম্প্রতি গৌরনদীতে আসেন তিনি। ২১ নভেম্বর আসামিরা তার বাড়িতে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এর আগে ‘মিষ্টি খাওয়ার’ কথা বলে ১০ হাজার টাকা আদায় করেছিল বলে অভিযোগ আছে।

ছালমার দাবি, শুক্রবার সকাল ১১টার দিকে দাবিকৃত টাকা না দেওয়ায় আসামিরা ঘরে ঢুকে তাদের ওপর হামলা চালায়। এতে তিন নারী মারাত্মকভাবে আহত হন।

গৌরনদী থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, শুক্রবার রাত ১টার দিকে বন্দর এলাকার বালুর মাঠ থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×