সাভারে পালিয়ে থাকা জামালপুরের আ.লীগ নেতা গ্রেপ্তার
- সাভার প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:০৩ পিএম, ২২ নভেম্বর ২০২৫
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষের হত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি এবং সাবেক ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদারকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গ্রেপ্তারের পর আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া।
র্যাব জানায়, গত বৃহস্পতিবার ঢাকার সাভারের হেমায়েতপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফখরুল আলম সমরের বাড়ির পাশের ভাঙাব্রিজ এলাকার একটি চায়ের দোকান থেকে গোপন অভিযানে বদরুলকে আটক করা হয়। পরে সেদিন রাতেই তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার বদরুল আলম সরদার জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চরপাকেরদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। পাশাপাশি তিনি সাভার থানা যুবলীগের কর্মী হিসেবেও পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকেই বদরুল আত্মগোপনে চলে যান। এই সময়ে তিনি সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজিবের আশ্রয়ে ছিলেন। তাদের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্কও রয়েছে বলে জানা গেছে।
হেমায়েতপুরের এক স্থানীয় ব্যবসায়ী, যিনি নাম প্রকাশ না করার অনুরোধ করেন, জানান—সাম্প্রতিক সময়ে সাভারের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় অর্থায়ন করেছিলেন বদরুল। তার নির্দেশেই কয়েকজন স্থানীয় আওয়ামীপন্থি নেতাকর্মী এসব কাজে অংশ নেন। বদরুল রাজিব ও সমরের ঘনিষ্ঠ বলেও দাবি করেন তিনি।
ওসি জুয়েল মিঞা বলেন, “বদরুল আলম সরদারকে র্যাব গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভারে এক ছাত্র হত্যার মামলার আসামি। ছাত্র-জনতা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে রিমান্ড শুনানি এখনও হয়নি, আগামীকাল রোববার হওয়ার সম্ভাবনা আছে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”
তিনি আরও জানান, বদরুলের বিরুদ্ধে অন্যান্য মামলাও তদন্তাধীন রয়েছে।