‘চিকেন নেক' ঘিরে নিরাপত্তা ঝুঁকি, উদ্বিগ্ন ভারতের জরুরি বৈঠক
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:৪৩ পিএম, ২২ নভেম্বর ২০২৫
প্রতিবেশী দেশগুলোর সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’-এর কাছে চীনের সম্ভাব্য উপস্থিতি এবং দিল্লির লালকেল্লা সংলগ্ন বিস্ফোরণের ঘটনার পর শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদারে নড়েচড়ে বসেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
শনিবার (২২ নভেম্বর) এরই অংশ হিসেবে শিলিগুড়ির সেন্ট্রাল আইবি কার্যালয়ে অনুষ্ঠিত হয় একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক। উত্তর-পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা এই করিডোরের সামগ্রিক নিরাপত্তা কাঠামো নতুন করে পর্যালোচনা করতেই বৈঠকটি ডাকা হয়।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের চার সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ, এসএসবি, আইটিবিপি ও আসাম রাইফেলসের কর্মকর্তারা। পাশাপাশি অংশ নেন ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।
এছাড়াও বৈঠকে অংশ নেন আর্মি ইন্টেলিজেন্স, আরপিএফ, জিআরপি, সিআইএসএফ, বিআরও, কেন্দ্রীয় সড়ক দপ্তর, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষসহ নিরাপত্তা ও অবকাঠামোগত সংস্থাগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা।
অতি-সংবেদনশীল এই আলোচনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি- চিকেন নেক করিডোরে নজরদারি আরও জোরদার করা, সীমান্ত এলাকায় কার্যক্রম দ্বিগুণ করা এবং গুরুত্বপূর্ণ সব রুটে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে এ বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলকে বাকি ভারতের সঙ্গে যুক্ত করা এই সংকীর্ণ করিডোরে যেন কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি না হয়, সে দিকেই এখন কড়া নজর রাখছে বিভিন্ন নিরাপত্তা সংস্থা।