ভারতের চিকেন নেকে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা, উচ্চপর্যায়ের বৈঠক


ভারতের চিকেন নেকে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা, উচ্চপর্যায়ের বৈঠক

প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক অস্থিরতা, দিল্লির লালকেল্লার কাছে সাম্প্রতিক বিস্ফোরণ এবং ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ চিকেন নেক অঞ্চলে চীনের উপস্থিতির সম্ভাবনা—এই তিনটি বিষয়ে উদ্বেগ বাড়ায় শিলিগুড়ি করিডোরে নিরাপত্তা জোরদার করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত রাখা এই সরু ভূখণ্ডে ইতোমধ্যেই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) শিলিগুড়ির সেন্ট্রাল আইবি কার্যালয়ে অঞ্চলটির সামগ্রিক নিরাপত্তা কাঠামো পুনর্মূল্যায়নের জন্য উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ইটিভি ভারতের প্রতিবেদনে বলা হয়েছে, করিডোরটির কৌশলগত গুরুত্ব বিবেচনায় নেওয়ায় এ বৈঠক বিশেষ গুরুত্ব বহন করে।

সভায় অংশ নেন ভারতের চার প্রধান সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ, এসএসবি, আইটিবিপি ও আসাম রাইফেলসের প্রতিনিধিরা। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা, কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও আলোচনায় যুক্ত ছিলেন।

এছাড়া আর্মি ইন্টেলিজেন্স, আরপিএফ, জিআরপি, সিআইএসএফ, বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও), কেন্দ্রীয় সড়ক বিভাগ, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ এবং রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

অত্যন্ত সংবেদনশীল এই সভা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রেস বিবৃতি দেওয়া হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, করিডোরজুড়ে নজরদারি আরও শক্তিশালী করা, সীমান্ত এলাকায় টহল দ্বিগুণ করা এবং গুরুত্বপূর্ণ রুটগুলোতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ইতোমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে যাতায়াতের একমাত্র স্থলমার্গ হওয়ায় চিকেন নেককে ঘিরে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি হতে পারে কি না, সেদিকে এখন তীক্ষ্ণ নজর রাখছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×