৭ ঘণ্টা অবরোধ শেষে রাবি শিক্ষার্থীরা সরে দাঁড়াল, স্বাভাবিক ট্রেন চলাচল


৭ ঘণ্টা অবরোধ শেষে রাবি শিক্ষার্থীরা সরে দাঁড়াল, স্বাভাবিক ট্রেন চলাচল

টানা সাত ঘণ্টা অচলাবস্থার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিসিএস প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন। ফলে রাজশাহী ও সারাদেশের মধ্যে বন্ধ থাকা ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। অবরোধ প্রত্যাহারের পর রাত ১০টা ৪৫ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে পদ্মা ট্রেনটি ঢাকার পথে ছাড়ে।

শনিবার (২২ নভেম্বর) রাত ১০টা ২২ মিনিটে রাবির উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদের আশ্বাস পাওয়ার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা রেললাইন ছাড়েন।

আন্দোলনে থাকা শিক্ষার্থী মাহবুব আলম বলেন, “পিএসসিতে মিটিং চলছে। মিটিংয়ের সিদ্ধান্ত আমাদের পক্ষে আসবে জানানো হয়েছে। তাই রাবির ভিসি ও পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএমের আশ্বাসে আমরা অবরোধ তুলেছি। তবে মিটিং থেকে আমাদের অনুকূলে সিদ্ধান্ত না এলে আগামীকাল (রোববার) সকাল থেকেই সড়ক ও রেলপথ অবরোধ করা হবে।”

পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম ফরিদ আহমেদ জানান, শিক্ষার্থীদের সরে যাওয়ার সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। আটকে থাকা ট্রেনগুলো পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হচ্ছে।

এর আগে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের জানান, “এখনও কোনো ট্রেন বাতিলের ঘোষণা দেওয়া হয়নি। পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজন মনে হলে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।”

তিনি আরও বলেন, “টিকিটের রিফান্ড দেওয়া হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী রিফান্ড প্রক্রিয়া চলছে। বর্তমানে রাজশাহী স্টেশনে পদ্মা, ঢালাচর এক্সপ্রেস ও কমিউটার ট্রেন আটকে আছে। হরিয়ানায় বনলতা এবং সরদহ রোড স্টেশনে সিল্কসিটি ট্রেন অবস্থান করছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×