নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ৬ জন দগ্ধ


নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ৬ জন দগ্ধ

নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দর থানা এলাকার মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন: ফেনির নাহিদ হাসান (২২), পাবনার কামাল হোসেন (৪৫), নোয়াখালীর তাইজুল ইসলাম (৩৫), জামালপুরের ফেরদৌস (৩৫), কুষ্টিয়ার তোরাব আলী (৫৫) এবং নারায়ণগঞ্জের আতিকুর রহমান (৪২)।

দুর্ঘটনার সময় ঘটনাস্থলে থাকা মো. রহিম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বয়লার বিস্ফোরণের ফলে পাশে থাকা ৬ জন দগ্ধ হন। তৎক্ষণাৎ তাদের ঢাকায় নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ছয়জনের দেহেই দগ্ধের চিহ্ন রয়েছে এবং তাদের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×