চট্টগ্রাম ক্লাবে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৩:২৬ পিএম, ০৪ আগস্ট ২০২৫
চট্টগ্রাম ক্লাবের একটি গেস্ট হাউজ কক্ষে সাবেক সেনাপ্রধান ও মুক্তিযোদ্ধা এম হারুন-অর-রশীদের নিথর দেহ পাওয়া গেছে। সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ক্লাব ভবনের ৩০৮ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্য ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই এবং প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শুরু করেছি।”
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন জানান, “ঢাকা থেকে এসে তিনি ক্লাবের ৩০৮ নম্বর রুমে রাত কাটান। পরদিন সকালে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু একাধিকবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে আত্মীয়রা ক্লাবে এসে রুমের দরজায় কড়া নাড়লেও কোনো সাড়া মেলেনি। শেষ পর্যন্ত বারান্দার গ্লাস ভেঙে কক্ষে প্রবেশ করে তাকে বিছানায় নিথর অবস্থায় পাওয়া যায়। আগের রাতে তিনি একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।”
কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মাহফুজুর রহমান জানান, “পরিবারের সদস্যরা ক্লাবে এসে পৌঁছেছেন। চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) একটি চিকিৎসক দল মরদেহ পরীক্ষা করেছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”
উল্লেখ্য, এম হারুন-অর-রশীদ ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা ছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি ‘বীর প্রতীক’ উপাধিতে ভূষিত হন। সেনাবাহিনীতে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষে তিনি বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।