পাবনায় যুবককে অপহরণ, ৭০ হাজার টাকা মুক্তিপণ আদায়


পাবনায় যুবককে অপহরণ, ৭০ হাজার টাকা মুক্তিপণ আদায়

পাবনা শহরের ব্যস্ততম এলাকায় দিনদুপুরে এক যুবককে অপহরণ করে নির্যাতনের পর মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে বুধবার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে শহরের চারতলা মোড়ে। ভুক্তভোগী যুবক সোলায়মান হোসেন শুভ, সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর গ্রামের বাসিন্দা। তিনি একজন ওয়ার্কশপ ব্যবসায়ী।

সোলায়মানের দায়ের করা অভিযোগে বলা হয়, ব্যবসায়িক কাজে টাউন হল থেকে চারতলা মোড়ে হার্ডওয়্যারের দোকানে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে চারতলা মোড়ে পৌঁছালে ৩-৪ জন যুবক তার দৃষ্টি আকর্ষণ করে। ফিরে তাকানো মাত্রই রাস্তার পাশ থেকে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়া হয়।

সেখানে তাকে চাকু, লোহার হাতুড়ি, জিআই পাইপ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। দুর্বৃত্তরা তার মানিব্যাগ ছিনিয়ে নেয়, যার ভেতর ছিল ৫ হাজার ৬০০ টাকা। এরপর বিকাশে থাকা ২১৫ টাকা নিয়ে নেয় এবং তার বন্ধুর কাছ থেকে বিকাশে আরও ৫ হাজার টাকা পাঠাতে বাধ্য করে।

একপর্যায়ে আরও ১০ হাজার টাকা বিকাশে পাঠাতে বললে বিলম্ব হওয়ায় আবারও মারধর করা হয়। এরপর মানিব্যাগে থাকা ব্যাংকের এটিএম কার্ডের পিন না বলায় সোলায়মানের গলায় ছুরি ও মাথায় পিস্তল ঠেকিয়ে পিনকোড আদায় করে নেয় দুর্বৃত্তরা। পরে ওই কার্ড থেকে চার দফায় ৬০ হাজার টাকা তুলে নেয় তারা।

এতেই ক্ষান্ত হয়নি অপহরণকারীরা। সোলায়মানকে বিবস্ত্র করে তার কাছ থেকে একটি মিথ্যা স্বীকারোক্তি আদায় করে ভিডিও ধারণ করে এবং যেকোনো অভিযোগ করলে হত্যার হুমকি দিয়ে বিকেল পৌনে ৪টার দিকে ছেড়ে দেয়।

ভুক্তভোগীর বন্ধু রেজা জানান, দুপুরে সোলায়মান ফোন করে টাকা চায় এবং তার চিৎকার ও গালিগালাজ ফোনেই শোনা যায়। তিনি তৎক্ষণাৎ ৫ হাজার টাকা পাঠান। পরে আবার ১০ হাজার টাকা দাবি করে অপহরণকারীরা। দেরি হওয়ায় সোলায়মানের ওপর নির্যাতন আরও বেড়ে যায়।

সোলায়মান বলেন, “দফায় দফায় মারধর ও টাকা নেওয়ার পর আমাকে বিবস্ত্র করে ভিডিও করা হয়েছে। এখন আমি আতঙ্কে আছি। এগুলো ছাড়া আমার আর কিছুই নেই। লেবারদের মজুরি দেব কীভাবে, চলবো কীভাবে — বুঝে উঠতে পারছি না। আমি ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, “ঘটনাটি জানা গেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×