পদ্মার এক রুই-দুই চিতল বিক্রি হলো ৮৯ হাজার টাকায়


পদ্মার এক রুই-দুই চিতল বিক্রি হলো ৮৯ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মৎস্য আড়তে পদ্মা নদীর ১৫ কেজি ওজনের একটি বিশাল রুই মাছ ৪৯ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। একই নিলামে ১২ কেজি ও ৭ কেজি ওজনের দুটি চিতল মাছ মোট ৩৯ হাজার ৩০০ টাকায় ক্রয় করেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

শনিবার (৯ আগস্ট) ভোরে দৌলতদিয়া বাস টার্মিনালের পাশে বসা মৎস্য আড়তে এই নিলাম অনুষ্ঠিত হয়। স্থানীয় জেলেরা প্রতিদিন ভোরে নদী থেকে ধরা মাছ নিয়ে এখানে আসেন। এদিন এক জেলে ১৫ কেজি ওজনের রুই মাছ রেজাউল চালাকের আড়তে আনেন। উন্মুক্ত নিলামে কেজিপ্রতি ৩ হাজার ৩০০ টাকা দরে মাছটি কিনে নেন শাহজাহান শেখ।

দেলোয়ারের আড়তে উঠা ১২ কেজি ও ৭ কেজি ওজনের দুটি চিতল মাছও শাহজাহান কিনে নেন। ১২ কেজির চিতলটি কেজিপ্রতি ২ হাজার ৪০০ টাকা দরে ২৮ হাজার ৮০০ টাকায় এবং ৭ কেজির চিতলটি ১০ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।

সম্রাট শাহজাহান শেখ বলেন, “পদ্মার বড় রুই মাছ সচরাচর পাওয়া যায় না। আজ বাজারে এমন মাছ পেয়ে কিনেছি। দুটি চিতলও নিলাম থেকে নিয়েছি। সামান্য লাভ রেখে বিক্রি করব।”

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, সম্প্রতি পদ্মায় বড় আকারের মাছ জালে ধরা পড়ছে, যা জেলেদের জন্য বেশ লাভজনক।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×