নির্বাচনি হলফনামায় বিদেশে থাকা সম্পদেরও হিসাব দিতে হবে: দুদক চেয়ারম্যান


নির্বাচনি হলফনামায় বিদেশে থাকা সম্পদেরও হিসাব দিতে হবে: দুদক চেয়ারম্যান

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামায় শুধু দেশীয় সম্পদ নয়, বিদেশে থাকা সম্পদের তথ্যও বিস্তারিত উল্লেখ করতে হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. আবদুল মোমেন। এই নির্দেশনা নির্বাচন প্রার্থীদের সম্পদ ঘিরে স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

রোববার ২৩ নভেম্বর সকালে সিলেটে দুদকের বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

দুদক চেয়ারম্যান জানান, সম্পদের পূর্ণ বিবরণী চাওয়া হলে বিদেশে থাকা সম্পদের তথ্য গোপন করার সুযোগ নেই। তিনি বলেন, ‘দুদক সম্পদের বিবরণী চাচ্ছে, সেখান বিদেশি সম্পদের হিসাব না দিলে তা অন্যায় হবে। পাশাপাশি উনপার্জিত সম্পদ যাদের থাকবে তাদের বিরুদ্ধেও দুদক ব্যবস্থা গ্রহণ করবে।’

দুদকের কার্যক্রমে বিদ্যমান সীমাবদ্ধতার প্রসঙ্গ টেনে ড. মোমেন পূর্বের একটি উদাহরণও তুলে ধরেন। তিনি বলেন, ‘২০০৮ সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তি ছিল ৫ দশমিক ২১ একর, তবে আমরা অনুসন্ধান করে পাই ২৯ একর। সে সময় দুদক সেটি তদন্ত করে বের করলেও ব্যবস্থা নেওয়া যায়নি।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×