ইয়াবাসহ পুলিশ সদস্য আটক


ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

শরীয়তপুরের নড়িয়ায় ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবল ও এক যুবককে আটক করেছে স্থানীয়রা। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার ঢালীপাড়া মাঝিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক কনস্টেবলের নাম আল আমিন দিপু, তিনি নড়িয়া থানায় কর্মরত। অপরজন আসাদ হোসেন (১৮), নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাদের চলাফেরায় সন্দেহ হলে এলাকাবাসী আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার হয়। পরে খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে থানায় নিয়ে যায়।

নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্যা জানান, কনস্টেবল আল আমিন দিপুকে রাতেই প্রত্যাহার করে শরীয়তপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×