লক্ষ্মীপুরে জোড়া খুনের আসামি কদু আলমগীর গ্রেপ্তার
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:১৬ পিএম, ১১ আগস্ট ২০২৫
লক্ষ্মীপুরে আলোচিত দুই রাজনৈতিক নেতা হত্যাসহ ২৩ মামলার পলাতক আসামি কদু আলমগীরকে আটক করেছে যৌথবাহিনী।
সোমবার (১১ আগস্ট) ভোরে জেলার সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়ণপুর গ্রামে নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী ও পুলিশ।
আটক আলমগীর হোসেন, যিনি কদু আলমগীর নামে পরিচিত, কংশনারায়ণপুর এলাকার বাসিন্দা এবং আবুল হোসেনের ছেলে। স্থানীয়ভাবে তিনি একজন পরিচিত সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং জেলার উত্তরাঞ্চলে তার নাম রয়েছে বিভিন্ন অপরাধে জড়িত থাকার জন্য।
থানা সূত্রে জানা গেছে, ২০২৩ সালে বশিকপুরে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব হত্যাকাণ্ডের অন্যতম আসামি তিনি। এই হত্যাকাণ্ডসহ তার বিরুদ্ধে মোট ২৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশ আরও জানায়, আলমগীর একজন অস্ত্রধারী সন্ত্রাসী এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়জুল আজীম বলেন, "আলমগীরকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হবে। সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজিসহ কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।"