ত্রিশালের সাবেক এমপি রুহুল আমিন মাদানী মারা গেছেন
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৫৫ এম, ১৩ আগস্ট ২০২৫
দুইবারের সংসদ সদস্য এবং ত্রিশালের রাজনীতির পরিচিত মুখ হাফেজ রুহুল আমিন মাদানী আর নেই। ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই প্রবীণ রাজনৈতিক ও আলেম।
মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেজো ছেলে ও ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান মাহমুদ।
হাফেজ রুহুল আমিন মাদানী গত ২১ জুলাই হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ২৩ দিন আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছিল।
রাজনৈতিক জীবনে মাদানী বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯৬ সালে প্রথমবার ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ বিরতির পর ২০১৮ সালের জাতীয় নির্বাচনে পুনরায় এমপি নির্বাচিত হন। পরে তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন।
রাজনীতি ছাড়াও তিনি ছিলেন একজন খ্যাতিমান আলেম ও সমাজসেবক। ছাত্রজীবনে পাকিস্তানে কোরআন হিফজ সম্পন্ন করেন এবং পরে সৌদি আরবের মদীনা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার জানাজার নামাজ আজ বুধবার বিকেল ৩টায় নিজ এলাকা ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের চকপাঁচপাড়া মাদরাসা ও কারিগরি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।