জুলাই সনদকে ‘অসম্পূর্ণ ও বিপজ্জনক’ আখ্যা দিলেন জামায়াত নেতা


জুলাই সনদকে ‘অসম্পূর্ণ ও বিপজ্জনক’ আখ্যা দিলেন জামায়াত নেতা

জুলাই সনদকে অসম্পূর্ণ ও আংশিক বিপজ্জনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তার মতে, এই সনদে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক আন্দোলন ও গণদাবির প্রতিফলন অনুপস্থিত।

বুধবার (১৩ আগস্ট) গণঅভ্যুত্থান স্মরণে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল চট্টগ্রামের উদ্যোগে জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

ড. আযাদ বলেন, "জুলাই সনদ একটি অসম্পূর্ণ দলিল। এর কিছু অংশ বিপজ্জনক। জুলাই সনদে ৪৭ অনুপস্থিত। ৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান নেই। দেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন জুলাই সনদে হয় নাই। শুধুমাত্র একটি দল ছাড়া কেউ জুলাই সনদকে স্বাগত জানায়নি।"

তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্রের সামগ্রিক সংস্কারের চেয়ে এখন জরুরি নির্বাচন–সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং গণহত্যার বিচার। প্রয়োজনীয় সংস্কার ছাড়া জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নেবে না বলে তিনি স্পষ্ট করেন।

তার ভাষায়, "পিআর পদ্ধতি ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। নির্বাচনের আগে প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজাতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের বিচার করতে হবে। আসন্ন নির্বাচন শুধু একটি নির্বাচন নয়; এটি একটি বিপ্লব-পরবর্তী জন–আকাঙ্ক্ষার প্রতিফলনের সুযোগ।"

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের জানান, বার কাউন্সিলের তথ্যানুসারে দেশে দেড় লাখের মতো আইনজীবী রয়েছেন এবং মামলা রয়েছে প্রায় ৪৬ লাখ। তার দাবি, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মামলার সংখ্যা বেড়েছে এবং ইচ্ছাকৃতভাবে বিরোধী দলের আইনজীবীদের মামলাগুলো ঝুলিয়ে রাখা হয়েছে।

তিনি বলেন, "জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফসল এই জুলাই সনদ। আগামীর বাংলাদেশ হবে মানবিক, ন্যায় ইনসাফের বাংলাদেশ।" তিনি তরুণ আইনজীবীদের সততা বজায় রাখার আহ্বান জানান এবং অনৈতিকতার আশ্রয় না নিতে পরামর্শ দেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিল চট্টগ্রামের সভাপতি অ্যাডভোকেট আবদুল মালিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×