ময়মনসিংহে ফাহিম হত্যার ঘটনায় মামলা, ছাত্রদলের ৩ নেতাকর্মী বহিষ্কার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১২:৩৮ এম, ১৪ আগস্ট ২০২৫
ময়মনসিংহের মুক্তাগাছায় ডিস ব্যবসা ও আধিপত্যের দ্বন্দ্বে মো. ফাহিম (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় ছাত্রদল নেতা সজীব হাসানসহ তিন নেতাকর্মীকে আসামি করার পাশাপাশি সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মঞ্জুরুল হক আরিফ এবং সদস্য সচিব আসাদ ফরাজীর স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—উপজেলার মানকোন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব হাসান, কর্মী মো. আবির এবং মো. মারুফ। নিহত ফাহিমের বাবা ফরহাদ হোসেন দাবি করেন, তারা স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম তারার ঘনিষ্ঠ অনুসারী।
এর আগে, ১২ আগস্ট রাতেই নিহত ফাহিমের মা মোছা. রুবি আক্তার মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় নাম উল্লেখ করা হয় ১২ জনের এবং আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, মামলার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে, তবে এখনো কেউ আটক হয়নি।
এদিকে, হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে মানকোন বোর্ড ঘর এলাকায় ময়মনসিংহ-জামালপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা। এ সময় তারা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।
প্রসঙ্গত, ১১ আগস্ট দুপুরে ডিস ব্যবসা ও আধিপত্য নিয়ে বিরোধের জেরে আসামিরা ফাহিমকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১২ আগস্ট দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।