লোকজনের ডাক শুনতে না পেয়ে ট্রেনে কাটা পড়লেন বৃদ্ধ


লোকজনের ডাক শুনতে না পেয়ে ট্রেনে কাটা পড়লেন বৃদ্ধ

নওগাঁর রাণীনগর উপজেলায় ট্রেনে কাটা পড়ে বাবু প্রামাণিক (৬০) নামে একজন ব্যক্তি মারা গেছেন। শনিবার সকালে রাণীনগর রেলস্টেশনের উত্তরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় অপমৃত্যু মামলা করেছে।

নিহত বাবু প্রামাণিক নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত সমশের আলীর ছেলে। তিনি চা বিক্রেতা ছিলেন। সান্তাহার রেলওয়ে থানার এসআই মাহফুজ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার সকালে বাবু প্রামাণিক কাজের উদ্দেশ্যে রাণীনগর বাজারে যাচ্ছিলেন। এ সময় রেললাইন পার হওয়ার সময় চিলাহাটীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন স্টেশন অতিক্রম করছিল। ট্রেনের নিচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এসআই মাহফুজ বলেন, “লাইন পার হওয়ার সময় স্থানীয় লোকজন অনেক ডাকাডাকি করলেও শুনতে না পাওয়ায় ট্রেনের নিচে কাটা পড়েন বাবু প্রামাণিক।” আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×