চবিতে সংঘর্ষে আহত অন্তত ১৩৫ জন, ২ শিক্ষার্থী আইসিইউতে


চবিতে সংঘর্ষে আহত অন্তত ১৩৫ জন, ২ শিক্ষার্থী আইসিইউতে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত ১৩৫ জন শিক্ষার্থী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে দুই শিক্ষার্থী আইসিইউতে ভর্তি এবং আরও একজন শিক্ষার্থী ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে আছেন। শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত চমেক, ন্যাশনাল হাসপাতাল ও পার্ক ভিউ হাসপাতালে এরা চিকিৎসা নিয়েছেন।

আইসিইউতে ভর্তি শিক্ষার্থীদের একজন চবির ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র নাইমুর রহমান। তিনি ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে রয়েছেন। অপর একজন পার্ক-ভিউ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন, তবে তার পরিচয় জানা যায়নি। এছাড়া পলাশ নামের এক শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতালের নার্সরা জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের শরীর রক্তাক্ত, কারো মাথায় আঘাত, কারো চোখে চোট এবং শরীরে কোপানোর চিহ্ন দেখা যাচ্ছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলাউদ্দিন জানিয়েছেন, শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত চমেক, ন্যাশনাল হাসপাতাল এবং পার্ক ভিউ হাসপাতালে ১৩৫ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে চমেকে শনিবার ৩০ জন এবং রোববার সন্ধ্যা পর্যন্ত ৮০ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। চমেকে বর্তমানে ২২ জন ভর্তি রয়েছেন। পার্ক ভিউ হাসপাতালে ২৪ জন এবং ন্যাশনাল হাসপাতালে আইসিইউতে একজন শিক্ষার্থী ভর্তি রয়েছেন।

চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. ফজলে রাব্বী জানান, চমেকে আসা শিক্ষার্থীদের মধ্যে কারো হাত ভেঙেছে, কারো মাথা ফেটে গেছে। সারাদিন হাসপাতালে থেকে তাদের চিকিৎসা নিশ্চিত করেছি। দুই-তিনজন ছাড়া বাকিরা শঙ্কামুক্ত।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×