রাঙামাটিতে পৌরকর বৃদ্ধির প্রতিবাদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মানববন্ধন


রাঙামাটিতে পৌরকর বৃদ্ধির প্রতিবাদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

রাঙামাটি পৌরসভা নাগরিক সেবার মান উন্নয়ন না করে এখতিয়ার বহির্ভুতভাবে বর্ধিত পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে এবং পৌর নাগরিক সেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও নাগরিক সমাবেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

সকালে রাঙামাটি পৌরসভার সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলার সভাপতি নির্মল বড়ুয়া মিলনের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নাগরিক সমাবেশে বক্তারা বলেন, শহরের ফুটপাত দখলমুক্ত করা, জন্ম নিবন্ধন ও নাগরিক সনদ গ্রহনে হয়রানী বন্ধ করার কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নাগরিক সেবা বৃদ্ধি না করে অযৌক্তিকভাবে পৌর কর বৃদ্ধি বন্ধ করতে হবে। তারা দ্রুততম সময়ে সেবার মান উন্নয়ন ও যৌক্তিক পর্যায়ে পৌর কর নির্ধারণের দাবি জানান।

সমাবেশে আরও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়, যদি এই দাবি বাস্তবায়িত না হয় তবে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে জেলার সাধারণ সম্পাদক জুি চাকমা, অমর চাকমা, শাহেদা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×