রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে বড় পরিমাণ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দুপুরে চালানো এই অভিযানে উদ্ধার করা হয় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা।

রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) সদস্যরা বেলা ১২টা ৩০ মিনিটের দিকে মরিচ্যা চেকপোস্ট এলাকায় তল্লাশি অভিযান চালান। এ সময় উখিয়ার পালংখালী থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশাকে সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় চালকের সিটের নিচে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ ইয়াবা। ঘটনাস্থল থেকেই আটক করা হয় সিএনজি চালক, উখিয়ার পালংখালী এলাকার বাসিন্দা আব্দুন নুরকে।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “উদ্ধার করা ইয়াবা ও গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×