কামাল মজুমদারের ছেলে শাহেদ আহমেদ গ্রেপ্তার


কামাল মজুমদারের ছেলে শাহেদ আহমেদ গ্রেপ্তার

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের প্রাক্তন সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আটক করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুলশান মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “কিছু বিষয়ে সংশ্লিষ্টতার জন্য তাকে থানায় আনা হয়েছে। সংশ্লিষ্টতা পেলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।” তবে, এখনও কোনো নির্দিষ্ট মামলায় তার গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়নি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×