সাড়ে ৫ কেজি গাঁজাসহ তেজগাঁও থেকে দুই মাদক কারবারি গ্রেপ্তার


সাড়ে ৫ কেজি গাঁজাসহ তেজগাঁও থেকে দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-২। এ ঘটনায় আটক করা হয়েছে দুই মাদক কারবারিকে।

র‌্যাব-২ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পূর্ব নাখালপাড়া সমিতি বাজার এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে মো. আনিসুর রহমান এবং মোছা. রহিমাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, প্রথমে অভিযুক্তদের ব্যবহৃত একটি অটোরিকশা থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে আরও চার কেজি গাঁজা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল।

র‌্যাব-২ জানিয়েছে, "মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×