ঢাকা-বগুড়া মহাসড়কে ৩ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট


ঢাকা-বগুড়া মহাসড়কে ৩ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট

ঢাকা-বগুড়া মহাসড়কে শুক্রবার ভোররাত থেকে তীব্র যানজটে নাকাল যাত্রীরা। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতী এলাকায় সৃষ্ট এই যানজট ছড়িয়ে পড়ে প্রায় তিন কিলোমিটার জুড়ে, থেমে থেমে চলছে গাড়ির সারি, সাধারণ মানুষের ভোগান্তি চরমে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৩টার দিকে মহাসড়কে যানজট শুরু হয়। চলমান সংস্কারকাজের কারণে দুই লেনের যান চলাচল সীমিত হয়ে পড়ায় একটি লেনে গাড়ি চলতে বাধ্য হয়। ফলে ধীরে ধীরে বাড়তে থাকে যানজট। এরই মধ্যে ঢাকামুখী লেনে একটি পাথরবোঝাই ট্রাকের সামনের চাকা বিকল হয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত মহাসড়কের উভয় দিকেই যান চলাচল ছিল অত্যন্ত ধীরগতির। ঢাকাগামী ও বগুড়াগামী রাস্তায় শতাধিক বাস, ট্রাক ও পণ্যবাহী গাড়ি আটকে থাকতে দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে থাকতে হয় চালক ও যাত্রীদের।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে। বিকল হয়ে পড়া ট্রাকটি সরাতে রেকারের সহায়তায় অভিযান চালানো হচ্ছে।

এ প্রসঙ্গে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। ক্ষতিগ্রস্ত ট্রাকটি রেকার দিয়ে সরানোর কাজ চলছে। যানবাহন চলাচল দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×