অবরোধ-বিক্ষোভের মুখে মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন স্থগিত


অবরোধ-বিক্ষোভের মুখে মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন স্থগিত

মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনের জন্য বিএনপি কর্তৃক ঘোষিত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে এই সিদ্ধান্ত জানানো হয় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে স্থগিত করার নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি, কেবল বলা হয়েছে, “অনিবার্য কারণে ঘোষিত মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো।”

এর আগে সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়, যার মধ্যে মাদারীপুর-১ আসনের জন্য মনোনয়ন পান কামাল জামান মোল্লা।

মনোনয়ন স্থগিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ দেখা দেয়। মাদারীপুর-১ আসনের মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর অনুসারীরা সোমবার রাত ৮টার দিকে পাঁচ্চর গোলচত্বরে টায়ার জ্বালিয়ে অবরোধের কর্মসূচি পালন করেন। প্রায় দুই ঘণ্টা ধরে অবরোধের কারণে এক্সপ্রেসওয়ের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে রাত ৯টা ৫০ মিনিটে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীদের দাবি, বিএনপি ঘোষিত প্রার্থী কামাল জামানকে বাদ দিয়ে লাভলু সিদ্দিকীকেই মনোনয়ন দিতে হবে। তারা বলেন, “কামাল জামান শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক। তাকে বাদ দিতে হবে, আমরা তা মানি না।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×