ফেসবুকে ঢাকা অবরোধের ডাক দেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেফতার


ফেসবুকে ঢাকা অবরোধের ডাক দেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘১৩ নভেম্বর আমরা সবাই ঢাকা যাব’ শিরোনামের একটি পোস্ট দেওয়ার কারণে আলফাডাঙ্গার এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার (০৭ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে টগরবন্দ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে বলে জানা যায়। গ্রেপ্তারকৃত নেতার নাম মতিন মোল্লা (৩৫)। তিনি সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা তৈয়বুর রহমানের ছেলে এবং টগরবন্দ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার (০৬ নভেম্বর) মতিন নিজ নামের ফেসবুক আইডি থেকে ১৬ জন ব্যক্তির সঙ্গে একটি ছবি পোস্ট করেন। পোস্টে তিনি লিখেছিলেন, “১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাব। দলের দুর্দিনে আমরা দলের পাশেই আছি।”

ফেসবুক পোস্ট দেওয়ার পর মতিনকে চলতি বছরের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

 শনিবার (০৮ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ছবিতে মতিন মোল্লার সঙ্গে দেখা গেছে টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন ফকির এবং ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান মাহমুদকে। সুলতান মাহমুদের দুটি ফোন নম্বরে কল করার চেষ্টা করা হলেও একটি বন্ধ এবং অপরটি ‘রং নম্বর’ বলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

আলফাডাঙ্গা থানার সূত্রে জানা যায়, ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতা–কর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন বিএনপির সমর্থক লাভলু সর্দার, যিনি বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে। মামলায় আনুমানিক ২,৫০০ থেকে ৩,০০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্ জালাল আলম জানিয়েছেন, আজ শনিবার (০৮ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা যাওয়ার আহ্বান জানিয়ে পোস্ট দেওয়ায় মতিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×