চৌদ্দগ্রামে ট্রাকচাপায় ৩ জন নিহত, আহত ৫
- কুমিল্লা প্রতিনিধি
- প্রকাশঃ ১২:২৭ পিএম, ১১ নভেম্বর ২০২৫
কুমিল্লার চৌদ্দগ্রামের লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় তিনজন নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ফেলনা কাজীবাড়ি ইউটার্ন এলাকায় একটি দ্রুতগামী ট্রাক সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়, যার ফলে যানদুটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় নাঙ্গলকোট উপজেলার মৌকারা ইউনিয়নের মহিশ্বর গ্রামের আবুল বশর (৫০), তার স্ত্রী মোর্শেদা বেগম (৪০) এবং চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়া গ্রামের মন্তাজ মিয়া (৫১) ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে নাঙ্গলকোট উপজেলার যুগিরখীল গ্রামের কবীর (৪০), শ্যামপুর গ্রামের মাহবুবুল হক (৩৮), মাহিনী গ্রামের আনোয়ারা বেগম (৫০), গান্ধাচি গ্রামের আবদুর রহমান (২৭) এবং নিহত আবুল বশরের ছেলে আবু তৈয়ব (৩০) রয়েছেন। তাদের মধ্যে চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, আর একজনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকটি বাঙ্গড্ডা দিক থেকে দ্রুতগতিতে আসছিল এবং ফেলনা কাজীবাড়ি ইউটার্নে পৌঁছালে নাঙ্গলকোটগামী সিএনজি ও অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তিনজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হন। সংঘর্ষের প্রভাবে সিএনজি ও অটোরিকশা দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে চলে যায়।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান সুজন জানান, "সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করি। নিহত তিনজনের লাশ উদ্ধার করার পর আহত পাঁচজনকে দ্রুত চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।"
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহাম্মদ বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। ট্রাক, সিএনজি ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।"