লক্ষ্মীপুরে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:০২ পিএম, ১২ নভেম্বর ২০২৫
রবি মৌসুমে ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক প্রায় তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ প্রদান করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শরিফুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান ভূঁইয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ।
জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী সহ ৮ জাতের ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেক কৃষককে বীজ গম ২০ কেজি, সরিষা এক কেজি, সূর্যমুখী এক কেজি, চিনাবাদাম ১০কেজি, সয়াবিন ৮ কেজি, মসুর ৫ কেজি, মুগ ৫ কেজি, ফেলন ৭ কেজি দেওয়া হয়েছে।