আবারও বিপুল পরিমাণ মাছসহ ১৩ বাংলাদেশি জেলেকে আটক করেছে আরাকান আর্মি


আবারও বিপুল পরিমাণ মাছসহ ১৩ বাংলাদেশি জেলেকে আটক করেছে আরাকান আর্মি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে ১৩ জন বাংলাদেশি জেলে আটক হয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) সকালে মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক এ তথ্য প্রকাশ করে।

মাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, আরাকান আর্মির টহল দল আরাকানের জলসীমা থেকে ওই ১৩ জেলেকে ধরে নিয়ে যায়। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে সিত্তে টাউনশিপের কো-তান-কাউক গ্রামের প্রায় ১ দশমিক ৭৭ কিলোমিটার পশ্চিমে মাছ ধরার সময় প্রথমে ৬ জন জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাঠের নৌকা, ৭৭ কেজি মাছ এবং অন্যান্য মাছ ধরার সরঞ্জাম জব্দ করে আরাকান আর্মির সদস্যরা।

পরে সকাল ৮টা ৪৬ মিনিটে উপকূল থেকে প্রায় ৩ দশমিক ৯ কিলোমিটার দূরে কিয়ো-তান-কাউক ও চেইন-খা-লি গ্রামের মধ্যবর্তী এলাকায় আরও ৭ জন জেলেকে আটক করা হয়। তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে পড়ায় নৌকাটি সাগরে নোঙর করা ছিল। ওই নৌকা থেকে প্রায় ১০৩ কেজি মাছ ও চিংড়ি এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

টেকনাফের কে কে পাড়ার জেলে রশিদ আহমেদ জানান, “শুনেছি টেকনাফ সদর শীলবনিয়া পাড়ার আরমানের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারসহ ৭ জন জেলে আরাকান আর্মির হাতে ধরা পড়েছেন। বাকি ৬ জনের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, “জেলেদের আটকের বিষয়ে এখনো কোনো পরিবার থেকে আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানায়নি। আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি। তবে জেলেদের বাংলাদেশের জলসীমা অতিক্রম না করার বিষয়ে সতর্ক থাকতে হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×