পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৯:৫৮ এম, ১৩ নভেম্বর ২০২৫
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে বৃহস্পতিবার সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এই অবরোধের সৃষ্টি হয়, যা সকাল থেকে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নিতে শুরু করেন। এক পর্যায়ে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, অবরোধকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় দুটি যাত্রীবাহী বাসে ভাঙচুরের ঘটনাও ঘটে।
অবরোধের কারণে সকাল ছয়টা থেকেই পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ৮টার দিকে কিছু যানবাহন পারাপার শুরু হলেও এক্সপ্রেসওয়ের মূল অংশে এখনো যান চলাচল বন্ধ রয়েছে। এতে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় প্রায় আধা কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, “সকাল থেকে সড়কের এক কিলোমিটার পশ্চিমে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন। পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা ট্রাকে আগুন দেয়।” তিনি আরও জানান, “আটকে পড়া যানবাহনগুলোকে নিরাপত্তা দিয়ে পদ্মা সেতু পারাপারে সহায়তা করা হচ্ছে।”
শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, “গতকাল ঢাকায় শরীয়তপুরের দুটি বাসে আগুন দেওয়া হয়েছিল। আজ পদ্মা সেতু এলাকায় অবরোধ চলছে। তাই আতঙ্কে সড়কে বাস চলাচল বন্ধ রেখেছি।”
তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল আবার শুরু করা হবে।