ফরিদপুরে মহাসড়কে আ.লীগের অস্ত্রসহ মহড়া, স্থবির যান চলাচল
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১০:৩২ এম, ১৩ নভেম্বর ২০২৫
ঢাকা-খুলনা ও বরিশাল মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভে থমকে গেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা। দলটির ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে এদিন ভোর থেকেই সড়কজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সকালের প্রথম দিকেই সুয়াদি, পুখুরিয়া ও পুলিয়া এলাকায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা ঢাল, তলোয়ার, রামদা, কাটরা ও টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে জড়ো হন। তারা টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ তৈরি করেন এবং দলীয় স্লোগান দিতে থাকেন। এর ফলে ভাঙ্গা ঢাকা এক্সপ্রেসওয়ে ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুজ্জামান জানান, “ভাঙ্গায় তিনটি স্থানে সড়ক অবরোধ করে রেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, আমরা সরানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।”