শিশুদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ
- ফরিদপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:৪১ পিএম, ১৩ নভেম্বর ২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ডে ঢাকা ‘লকডাউন’ কর্মসূচির অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র হাতে মহাসড়ক অবরোধ করেন। এ সময় অন্তত ১০ জন শিশু হেলমেট মাথায় ও লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান করেন। তাদের মধ্যে একজনের হাতে রামদা দেখা গেছে, যাকে নিয়ে স্লোগান দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়ক অবরোধ করে রাখা হয় বলে জানা যায়।
স্থানীয় সূত্র জানায়, সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত অবরোধ চলছিল। পুলিশের পদক্ষেপে সকাল ১০টার পর সড়ক পুনরায় স্বাভাবিক হয়, জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রোকিবুজ্জামান।
অবরোধকালে জেলা যুবলীগ নেতা দেবাশীষ নয়ন ফেসবুকে লাইভে মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ও জ্বালানো টায়ার দিয়ে বিক্ষোভ করছেন। লাইভ ভিডিওতে দেখা যায়, শতাধিক স্থানীয় নেতাকর্মী রামদা, ঢাল-সরকি হাতে অবস্থান করছেন। নারীদের পাশাপাশি শিশুরাও অংশ নিয়েছিল। এতে ঢাকামুখী যানবাহনসহ সড়কের দুই পাশে বেশ কিছু গাড়ি আটকা পড়ে।
স্থানীয়দের মতে, ভাঙ্গা এলাকা আওয়ামী লীগ অধ্যুষিত, তাই ফরিদপুরের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা লকডাউনের সমর্থনে ভোর থেকে সড়কে অবস্থান নেন এবং পরে আরও নেতাকর্মীরা যোগ দিয়ে পুরো মহাসড়ক অবরোধ করেন। এতে এলাকায় উত্তেজনা তৈরি হয়।
ওসি মো. রোকিবুজ্জামান জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুরে অবরোধ সম্ভব হয়নি। তবে ভাঙ্গার পুলিয়া ও পুখুরিয়া এলাকায় অবরোধ দ্রুত অপসারণ করা হয়েছে। সোয়াদি এলাকায় দুপুর ১টার পর অবরোধ উঠানো হয়। এরপর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ পুরো সময় সতর্ক অবস্থানে ছিল।