লাগেজভর্তি পেট্রোলবোমা উদ্ধার


লাগেজভর্তি পেট্রোলবোমা উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে পুলিশ ৩২টি পেট্রোলবোমা উদ্ধার করেছে। পুলিশের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে নাশকতার উদ্দেশ্যে এসব রাখা হয়েছিল। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকা থেকে এসব পেট্রোলবোমা উদ্ধার করা হয়। এর আগে, বুধবার বিকেলে আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদিপ্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে বিপুল পরিমাণ ককটেল, পেট্রোলবোমা ও বিস্ফোরকজাতীয় সামগ্রী উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনায় তিন জনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মুনসুরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। দুর্বৃত্তরা পুলিশের আগমনের খবর পেয়ে লাগেজটি ফেলে পালিয়ে যায়। পরে সড়কের পাশে রাখা একটি লাগেজ থেকে ৩২টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, “সড়কের পাশে ফেলে যাওয়া লাগেজে ৩২টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে। যাদের সঙ্গে এটি যুক্ত থাকবে, তাদেরকে গ্রেফতার করা হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×