বিচারকের বাসায় ঢুকে ছুরিকাঘাতে ছেলেকে হত্যা


বিচারকের বাসায় ঢুকে ছুরিকাঘাতে ছেলেকে হত্যা

রাজশাহীতে এক বিচ্ছিন্ন ঘটনায় বিচারকের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমন (২০)কে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার আহত হন এবং তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর ডাবতলা এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত তাওসিফ রহমান সুমন রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। পুলিশের খবর অনুযায়ী, হামলাকারীকে আটক করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, “একজন নিহত হয়েছেন এবং নিহতের মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, “ঘাতককে আটক করা হয়েছে। তিনিও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×