ভোলা-৪ আসনে এনসিপির মনোনয়ন পাচ্ছেন যুবশক্তির কেন্দ্রীয় নেতা শাহাদাত খন্দকার মঞ্জু


ভোলা-৪ আসনে এনসিপির মনোনয়ন পাচ্ছেন যুবশক্তির কেন্দ্রীয় নেতা শাহাদাত খন্দকার মঞ্জু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পাচ্ছেন সংগঠনের সহযোগী সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক শাহাদাত খন্দকার মঞ্জু।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরের এনসিপির অস্থায়ী কার্যালয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মিছিলসহকারে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

তার মনোনয়ন ফরম নেওয়ার খবরে চরফ্যাশন ও মনপুরা উপজেলার স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। তারা মনে করছেন, মঞ্জুর প্রার্থিতা এলাকায় দলের অবস্থান আরও মজবুত করবে। যুবশক্তির কেন্দ্রীয় নেতারা শাহাদাত খন্দকার মঞ্জুর মনোনয়ন সুপারিশ করায় স্থানীয় নেতা-কর্মীরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শাহাদাত খন্দকার মঞ্জু ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা। ছাত্রজীবনে এলএলবি সম্পন্ন করার পর তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী নাহিদুল ইসলাম ও সারজিস আলমের সঙ্গে তিনি আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট শাসনের’ বিরুদ্ধে আন্দোলনে অংশ নেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×