বিচারকের বাসায় হামলা, ছুরিকাঘাতে ছেলে নিহত: হামলাকারী বিএনপি নেতার ছেলে


বিচারকের বাসায় হামলা, ছুরিকাঘাতে ছেলে নিহত: হামলাকারী বিএনপি নেতার ছেলে

রাজশাহীতে এক বিচারকের বাসায় ভয়াবহ হামলার ঘটনায় নিহত হয়েছেন তার স্কুলপড়ুয়া ছেলে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বিচারকের স্ত্রী। পুলিশের হাতে আটক হয়েছে হামলায় জড়িত সন্দেহে লিমন মিয়া নামে এক যুবক।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক লিমন মিয়ার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামে। তার বাবা ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান শহিদ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের সরকারি বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। এতে বিচারকের নবম শ্রেণিতে পড়ুয়া ছোট ছেলে তাওসিফ রহমান প্রাণ হারায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান জানান, “দুপুরের দিকে লিমন মিয়া বিচারকের বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে বিচারকের স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাওসিফ মারা যায়।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×