মানিকগঞ্জে মধ্যরাতে স্কুলবাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ


মানিকগঞ্জে মধ্যরাতে স্কুলবাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ

মানিকগঞ্জের শিবালয়ে গভীর রাতে পার্কিং করে রাখা একটি স্কুলবাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুন লাগার সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক তাবেজ খান দগ্ধ হন গুরুতরভাবে। পরে তাকে উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৪ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা–আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায়। দগ্ধ চালক তাবেজ খান (৪৫) সদর উপজেলার বারাইবিকুরা গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, মানিকগঞ্জ শহরের দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসটি রাতের জন্য ফলসাটিয়া বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা ছিল। চালক তাবেজ খান বাসের ভেতরেই ঘুমাচ্ছিলেন। হঠাৎ গভীর রাতে দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দিলে দ্রুত পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শিবালয় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাবেজ খানকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন। এদিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী বলেন, “ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা—এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×