সিঙ্গাপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু


সিঙ্গাপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে স্ট্রোক করে প্রাণ হারিয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার সিঙ্গাপুর প্রবাসী রিয়াজুল ইসলাম কদম (৫০)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে সিঙ্গাপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজুল ইসলাম কদম দৌলতদিয়া ইউনিয়নের নুরু মণ্ডলপাড়া গ্রামের মৃত ইউসুফ আলী শেখের ছেলে।

নিহত কদমের দুলাভাই কুদ্দুস আলম বলেন, কদম দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে কনস্ট্রাকশন সাইটে কাজ করতেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুরে কর্মরত অবস্থায় নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে স্ট্রোক করে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তিনি সিঙ্গাপুরে তেভান স্টেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানির এলটিএ প্রজেক্টে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, সিঙ্গাপুর প্রবাসীর মৃত্যুর খবরটি আমি শুনেছি। নিহতের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে যতটুকু সম্ভব সহায়তা করবো।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×