পটুয়াখালীতে পাওনা টাকা চাওয়ায় যুবককে পিটিয়ে হত্যা
- পটুয়াখালী প্রতিনিধি
- প্রকাশঃ ০৪:৪০ পিএম, ১৫ নভেম্বর ২০২৫
পটুয়াখালীতে পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে নির্মম হামলার শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠী গ্রামের সরোয়ার হাওলাদারকে শুক্রবার সন্ধ্যায় কয়েকজন মিলে রড দিয়ে মারধর করলে তিনি গুরুতর আহত হন।
পরিবারের দাবি, আহত অবস্থায় প্রথমে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সরোয়ার ইটবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গনি হাওলাদারের ছেলে।
ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মুসা খান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, রক্তাক্ত অবস্থায় সরোয়ারকে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছিলেন, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
নিহতের বোন অভিযোগ করে বলেন, “আমার ভাই পাওনা টাকা আনতে গেলে একদল তাকে তাড়া করে। তিনি দৌড়ে একটি ঘরে ঢুকলে সেখানে তাকে মারধর করা হয়। আমরা এর বিচার চাই।”
সরোয়ারের বড় ভাই দেলোয়ার হোসেন জানান, “আমার ভাই নগদ টাকার ব্যবসা করেন। ইলিয়াস নামে একজনকে টাকা দিয়েছিলেন। সে টাকা দেওয়ার কথা বলে আমার ভাইকে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে চার-পাঁচজন মিলে হামলা করে। হাসপাতালে যাওয়ার আগে আমার ভাই জবানবন্দি দিয়ে গেছেন কারা হামলা করেছে এবং কেন করেছে।”
পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃতদেহ বরিশালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা হলে আরও বিস্তারিত জানা যাবে।”