জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, দুই পুলিশ সদস্য প্রত্যাহার
- পিরোজপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:১৩ পিএম, ১৫ নভেম্বর ২০২৫
পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ব্যবহার করে স্মৃতিস্তম্ভে আগুন দেন, যার ফলে স্থাপনার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বিষয়টি নিশ্চিত করে বলেন, “দায়িত্বে অবহেলার অভিযোগে ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ সুপার আরও জানান, অগ্নিসংযোগের ঘটনায় পিরোজপুর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার পরে ঘটনাস্থলে জড়ো হন বিএনপি, জামায়াত, ছাত্র-জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।