বরিশালে বাসভাড়া নিয়ে দ্বন্দ্বে শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, ১০ বাস ভাঙচুর
- বরিশাল প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৩৬ পিএম, ১৫ নভেম্বর ২০২৫
বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে বাস ভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে কমপক্ষে ১০টি বাসে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিএম কলেজের দু’জন শিক্ষার্থী মুলাদী থেকে বরিশালে ফেরার পথে শিক্ষার্থী পরিচয়ের ভিত্তিতে অর্ধেক ভাড়া দিতে চাইলে বাস শ্রমিকরা তা গ্রহণে অস্বীকৃতি জানান। এ নিয়ে দু’পক্ষের কথাকাটাকাটি থেকে হাতাহাতি এবং পরবর্তীতে সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষের সময় উত্তেজিত শিক্ষার্থীরা অন্তত ১০টি বাসে ভাঙচুর চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।