সাভারে হঠাৎ বাসে আগুন, লাফ দিয়ে প্রাণে বাঁচলেন চালক


সাভারে হঠাৎ বাসে আগুন, লাফ দিয়ে প্রাণে বাঁচলেন চালক

হঠাৎ দাউদাউ করে আগুন ধরে যায় সাভারের গেন্ডা ইউটার্নে পার্কিং করা একটি বাসে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় ঘুমন্ত চালক লাফ দিয়ে বেরিয়ে প্রাণে রক্ষা পান।

শনিবার ১৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্নের আরিচামুখী লেনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাসচালক সেলিম জানান, বাসটি মেট্রো গার্মেন্টসের শ্রমিক পরিবহনকারী যান হিসেবে ব্যবহৃত হয়। রাতে শ্রমিকদের নামিয়ে নির্ধারিত স্থানে রেখে তিনি বাসের ভেতরেই বিশ্রাম নিচ্ছিলেন। তিনি বলেন, “হঠাৎ রাত সাড়ে ১০টার দিকে বাসের পেছনের অংশে আগুন ধরে যায়। সে সময় আমি ঘুমিয়ে ছিলাম এবং আগুনের তাপ পেয়ে বাস থেকে লাফিয়ে নেমে যাই।”

ঘটনার খবর পেয়ে সাভার ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, “রাত সাড়ে ১০টার দিকে গেন্ডা এলাকায় বাসে আগুন লাগার খবর আসে।” তিনি জানান, আগুনের উৎস ও কারণ তদন্তেই নিশ্চিত করা যাবে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ গণমাধ্যমকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দেখা গেছে আগুন মূলত বাসের পেছনের অংশ থেকে শুরু হয়। তিনি আরও বলেন, “কীভাবে বাসে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×