গোপালগঞ্জে আ.লীগের নাশকতা ঠেকাতে বিএনপির অবস্থান কর্মসূচি


গোপালগঞ্জে আ.লীগের নাশকতা ঠেকাতে বিএনপির অবস্থান কর্মসূচি

গোপালগঞ্জে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে এমন আশঙ্কায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কমপ্লিট শাটডাউনকে ঘিরে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে মাঠে নেমেছে বিএনপি। রোববার ১৬ নভেম্বর সকাল থেকেই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দলটির নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।

সদর উপজেলার বিজয়পাশা, মান্দারতলা, গোপীনাথপুর এবং কাশিয়ানীর গোপালপুর এলাকাসহ আরও কয়েকটি স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সকালের পর থেকেই অবস্থান কর্মসূচি পালন করছেন। স্থানীয়ভাবে উত্তেজনা এড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন বলেন, “আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে ঘিরে যেন কোনো প্রকার নাশকতা করতে না পারে তার জন্য আমরা জেলার বিভিন্নস্থানে অবস্থান কর্মসূচি পালন করছি। বিএনপিসহ আমাদের যে অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছে তারাও অবস্থান নিয়েছে। আশা করি সব ধরনের নাশকতা ঠেকাতে পারব।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনও সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে। জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা বাড়াতে বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×