কেরানীগঞ্জে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন


কেরানীগঞ্জে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ভোরের নিস্তব্ধতা ভেঙে দক্ষিণ কেরানীগঞ্জে রাস্তায় পার্ক করা বলাকা পরিবহনের একটি বাস হঠাৎ দাউদাউ করে জ্বলে ওঠে। দুর্বৃত্তদের আগুনে মুহূর্তেই ছাই হয়ে যায় নতুন কেনা এই যানটি।

রোববার (১৬ নভেম্বর) ভোররাতে তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, রাস্তার পাশে দাঁড়ানো বাসটি থেকে আগুনের শিখা উঠতে দেখে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই সিট, গ্লাসসহ ভেতরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। যদিও কেউ গুরুতর আহত হয়নি, তবুও বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।

বাসচালক বাবুল বলেন, রাতে বাসটি রাজেন্দ্রপুর স্ট্যান্ডে রেখে তিনি বাড়ি চলে যান। “বাসের সামনের অংশে আমার কন্ট্রাকটার শাওন ঘুমিয়ে ছিল। আগুনের তাপে ঘুম ভেঙে গেলে শাওন জানালা ভেঙে লাফ দিয়ে বের হয়। এতে তার হাত-পা কেটে যায়।”

বাস মালিক হুমায়ুন কবির জানান, “নতুন গাড়িটা পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।”

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সড়কের পাশে রাখা বাসটিতে ভোরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এখনো কেউ মামলা করেনি। কে বা কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×